২৫ চৈত্র (৮ এপ্রিল) :

ইউক্রেনে গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িক বরখাস্ত করা হয় রাশিয়াকে। ২০১১ সালে লিবিয়ার পর এই প্রথম কোনও দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল। এর মধ্য দিয়ে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়াবিরোধী আটটি প্রস্তাবের সবগুলোতেই ভোটদানে বিরত থাকল ভারত।

বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে আমেরিকার নেতৃত্বে আনা রাশিয়াবিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩ দেশ। বিরুদ্ধে ভোট দেয় ২৪ দেশ। ভোটদানে বিরত থেকেছে ৫৮ দেশ, এর মধ্যে রয়েছে ভারতও। ৪৭ সদস্যের এই কাউন্সিল থেকে সাময়িকভাবে রাশিয়াকে বরখাস্ত করার জন্য প্রস্তাবের পক্ষে ভোটদানকারী রাষ্ট্রগুলোর দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল। যারা ভোটদানে বিরত থেকেছে, তাদের সংখ্যা এখানে কোনও পক্ষেই গণ্য হয় না।

ভোটদানে বিরত থাকার পিছনে যুক্তি দিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রতিনিধি টি তিরুমূর্তি বলেছেন, “ভারত শান্তির পক্ষে। ভারত চায় অবিলম্বে সহিংসতা বন্ধ হোক এবং কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধান হোক।”