টোকিও (জাপান), (১৮ ডিসেম্বর) :

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন,
মুজিববর্ষের উদ্দেশ্য এবং নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার
অক্ষুন্ন রাখা এবং তাঁদের জীবনমান উন্নয়নে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য
“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” অত্যন্ত
তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে। তিনি বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও
ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭৩টি দেশে ১
কোটির বেশি বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত অর্থনীতির চালিকাশক্তি
রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল
অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরো বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে
কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের
প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে এবং জাপানে জনশক্তি নিয়োগের সুযোগ নিয়ে
একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর শেখ ফরিদ।