টোকিও, ৫ আগস্ট :
আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামালের
৭২তম জন্মবার্ষিকী। জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শ্রদ্ধার সাথে
দিবসটি উদযাপন করেছে।
আজ সকালে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার
শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে
বিশদ আলোচনা করেন। তিনি বলেন, চিরতারুণ্যের প্রতীক অনন্য শেখ কামাল ছিলেন একজন
বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধ
চলাকালে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসাবেও
দায়িত্ব পালণ করেন।
রাষ্ট্রদূত আরো বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারন
জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক। তারুণ্যের
প্রতীক শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক
ক্ষেত্রে আরোও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে আসীন থাকতো।
অনুষ্ঠান শেষে বাংলাদেশে আধুনিক ক্রীড়ার রূপকার শেখ কামালের
কর্মজীবন, প্রজ্ঞা ও দূরদৃষ্টির উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় দূতাবাসের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।