নিউজ ডেস্ক:

ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।

আহত হয়েছে আরও অনেকে। ধ্বংস হয়েছে কয়েকটি আবাসিক ভবন।

শহরটি ইউক্রেইনের নিয়ন্ত্রণে আছে। কিন্তু এটি সেই অঞ্চলের অংশ যেটি রাশিয়া গত মাসে যুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসি জানায়, সম্প্রতি কয়েক মাসে জাপোরিজিয়ায় বারবার হামলা হয়েছে। ইউক্রেইনের উত্তর-পূর্ব এবং দক্ষিণে পরাজয়ের পর রাশিয়া জাপোরিজিয়ার শহর এলাকাগুলোতে হামলা চালিয়েছে।

জাপোরিজিয়া অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি অংশ আগ্রাসনের শুরুরদিক থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।

জাপোরিজিয়ায় ইউক্রেইনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর স্টারুখ বলেছেন, ১২ টি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯ তলা ভবন আংশিক ধ্বংস হয়েছে এবং অন্য আরও পাঁচটি আবাসকি ভবন মাটির সঙ্গে মিশে গেছে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ঘরবাড়ির ধ্বংসস্তুপে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন স্টারুখ।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “শান্তিপূর্ণ মানুষের বিরুদ্ধে আবারও এক নির্মম হামলা” বলে বর্ণনা করেছেন।