সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি গত ০৮ নভেম্বর সকাল ৬:৩০ মিনিটে কালিয়াকৈরে অসহযোগ আনদোলনের মিছিল থেকে গ্রেফতার হোন। তিনি ৭৬ দিন পর আজ মঙ্গলবার রাত ৭:১৫ মিনিটে জামিন নিয়ে জেল গেট ত্যাগ করেন। গ্রেফতারের পর তাকে পর পর ছয়টি মামলায় আটক দেখানো হয়। নিন্ম আদালত থেকে জামিন না পেয়ে মহামান্য হাইকোর্ট থেকে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তার হয়ে মামলার শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং এ্যাডভোকেট শেখ ইকবাল হোসেন। গাজীপুর জেল গেটে বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মী তাকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
আগত নেতাকর্মীদের কে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান।সবাইকে হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খল গণ আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান।