৩ শ্রাবণ (১৮ জুলাই) :

আজ (১৮/০৭/২০২২ খ্রিঃ) দুপুর ১২:০০ টায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র
সভাকক্ষে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. (জিইএমকো) এবং নর্দান
ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর মধ্যে ৮২৫ টি ২৫০কেভিএ ডিস্ট্রিবিউশন
ট্রান্সফরমারের বিক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ৮২৫ টি ২৫০কেভিএ
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মুল্য ৪০,১৬,০২,৫০০/- (চল্লিশ কোটি ষোল লক্ষ দুই হাজার পাঁচশত)
টাকা। জিইএমকো ট্রান্সফরমার উৎপাদনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেসকো বিদ্যুৎ,
জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে বিদ্যুৎ সরবরাকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠান দুইটি দীর্ঘ দিন সুনামের সাথে দেশের বিদ্যুৎ বিতরণে অবদান রেখে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিাবে উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক (অর্থ) ও
যুগ্মসচিব জনাব মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুত উন্নয়ন বোর্ডের
সদস্য (প্রশাসন) এবং জিইএমকো পরিচালনা পর্ষদের পরিচালক ও যুগ্মসচিব জনাব মোঃ সাইদ কুতুব।
বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং জিইএমকো লিঃ এর পরিচালনা পর্ষদের
চেয়ারম্যান জনাব বদরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জিইএমকো’র ব্যবস্থাপনা পরিচালক
(ভারপ্রাপ্ত) জনাব প্রকৌ. মোঃ আশরাফুল ইসলাম এবং নেসেকো’র প্রকল্প পরিচালক প্রকৌঃ মোঃ
আবু হেনা মোস্তফা কামাল চুক্তিতে সই করেন। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ
জাকিউল ইসলাম এবং নেসকো ও জিইএমকো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিতির বক্তব্যে জনাব মোঃ মনিরুল ইসলাম বলেন, জিইএমকো’র ট্যান্সফরমার
আন্তর্জাতিক মানদন্ড মেনে তৈরি করা হয়। তিনি আরো বলেন, ট্যান্সফরমারের কোয়ালিটির সাথে
প্রতিযোগিতামুলক বাজারে টিকে থাকতে গ্রহণযোগ্য দাম নির্ধারণ করতে হবে। নেসকোর’ সাথে
জিইএমকো’র পণ্য ক্রয়ের এধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। তিনি বিদ্যুৎ
বিভাগ ও নেসকো’র এ কাজের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

জিইএমকো আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান। এছাড়া জিইএমকো’র ট্রান্সফরমার
বুয়েট, চুয়েট ও রুয়েট পরীক্ষিত। ট্রান্সফরমার উৎপাদন ও বাজারজাত করার জন্য জিইএমকো’র
রয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড IEC-60076 অনুযায়ী মানসম্পন্ন ট্রান্সফরমার উৎপাদন সনদ যা
টাইপ টেস্ট নামে পরিচিত। বিশ্বের অল্প সংখ্যক দেশ (ভারত, চীন, সুইজারল্যান্ড, ইতালি, কানাডা)
এর ইন্ডিপেন্ডেন্ট ল্যাবরেটরী ট্রান্সফরমারের আন্তর্জাতিক মানসম্পন্ন টাইপ টেষ্ট সার্টিফিকেট
প্রদান করে থাকে। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক
ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য টাইপ টেষ্ট সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক
করেছে।

জিইএমকো’র ব্যবস্থাপনা পরিচালক নেসকো’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এ চুক্তির
কারনে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। তিনি আরো বলেন, সরকারী
প্রতিষ্ঠান সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম)’র মাধ্যমে জিইমোকো ও বিএসইসি’র যে কোন
প্রতিষ্ঠানের পণ্য ও সেবা ক্রয় করতে পারে। নেসকো লিঃ এর মত অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থা
যেমন বিপিডিবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও বিআরইবিকে জিইএমকো’র পন্য ক্রয়ে ডিপিএম
সুবিধা গ্রহণের আহবান জানান। অদ্যবধি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় জিইএমকো’র
ট্যান্সফরমার কোন দুর্ঘটনা বা ব্লাস্ট হওয়ার তথ্য পাওযা যায়নি। নিরাপদ বিদ্যুৎ সরবরাহে
জিইএমকো’র ট্যান্সফরমার ব্যবহার করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বক্তারা
গুরুত্ব আরোপ করেন।