৫ ফেব্রুয়ারি, ২০২৩:
অভিযান-০১
( ০৪ জানুয়ারী ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, জেলা গোয়েন্দা শাখা, যশোর, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ হামিদুর রহমান, এএসআই(নিঃ)/৬৪৭মোঃ শফিউর রহমান জুয়েল, এএসআই(নিঃ)/ ৩৭২মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২০.৩৫ ঘটিকায় , যশোর বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল টু বারপোতা গামী পাকা রাস্তায় শিকড়ী সাকিনস্থ হাজীর মোড়ে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আক্তারুল ইসলাম(৩৪), পিতা-মৃত আঃ গফুর, মাতা-হাফিজা খাতুন, সাং-শিকড়ী (পশ্চিম পাড়া), থানা-বেলাপোল পোর্ট, ২। মোঃ শরিফুল ইসলাম (৩০), পিতা-মোঃ হানিফ আলী, মাতা-মৃত শামসুন্নাহার খাতুন, সাং-পাঁচ ভুলট, থানা-শার্শা, জেলা-যশোর দ্বয়কে ৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ফেনসিডিল  এর মূল্য অনুমান ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ  হাজার)
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
যশোর প্রতিনিধি: নুরুজ্জামান