ইসলামপুর (জামালপুর), ৬ কার্তিক (২২ অক্টোবর) :

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে
ছাত্রলীগের সদস্যদের যোগ্য হিসেবে নিজেদের তৈরি করতে হবে।
২২ অক্টোবর জামালপুর জেলার ইসলামপুরে বাংলাদেশ ছাত্রলীগ ৮নং পলবান্ধা ইউনিয়ন শাখার
বার্ষিক সম্মেলন-২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সুনির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক
কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আদর্শ
হলো বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক
আদর্শ ছিল স্বাধীন সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করে দুঃখী মানুষের
মুখে হাসি ফোটানো। বর্তমানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর
অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ
করে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ছাত্রলীগসহ অন্যান্য সকল
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সুযোগ পেলেই স্বাধীনতা বিরোধী শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি
করতে চায়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি
করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে তৎপর হয়েছে বিরোধী শক্তি। এদের বিষয়ে
বাংলাদেশ ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে সোচ্চার
থাকতে হবে

স্থানীয় উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত বারো বছরে ইসলামপুর
উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই
ধারবাহিকতায় ইসলামপুর উপজেলার মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি বিজড়িত পলবান্ধা
ইউনিয়নে প্রায় পৌণে দুই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মিত হবে। অত্র
এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সড়ক বিভাগের আওতায় সড়ক নির্মিত
হবে

এসময় প্রতিমন্ত্রী ছাত্রলীগের নির্বাচিত বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মাঝে
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ‘কারাগারে রোজ নামচা’ বই দুটি বিতরণ করেন।
এর আগে প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পেচারচড়ে
অনুষ্ঠিত ডা. শহীদ আবু তালেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন
এবং প্রতিদ্বন্দ্বী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।