ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
বাস রাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ দশমিক
২৭ ভাগ এবং আগামী বছর ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষে প্রকল্পটির উদ্বোধন করা
হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ সকালে টঙ্গীর চেরাগআলীতে বাস রাপিড ট্রানজিট (বিআরটি)
প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
তিনি আরও জানান বাস রাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় ৪ দশমিক
৫০ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০
দশমিক ৫০ কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে। এর মধ্যে উত্তরা হাউজবিল্ডিং থেকে
টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ
বাস্তবায়ন করছে এবং বাকি কাজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাস্তবায়ন করছে। এ
করিডোরে দুইটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুইটি অযান্ত্রিক
লেন ও পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে
প্রতি ঘণ্টায় উভয় দিকে ২০ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম হবে বলেও তিনি জানান।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সেতু বিভাগের
সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, সওজের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, বাংলাদেশ সেতু
কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদৌস, সওজের ঢাকা জোনের অতিরিক্ত
প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খানসহ মন্ত্রণালয় ও প্রকল্পের ঊর্ধ্বতন
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।