টাঙ্গাইলের মির্জাপুরে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। কখন ট্রেনের ইঞ্জিন সচল হবে তা নিশ্চিত করতে পারেনি কতৃপক্ষ।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল সাতটার দিকে ছেড়ে আসে। ট্রেনটি মির্জাপুর উপজেলার মহেড়া ট্রেন স্টেশনের কাছাকাছি এলে ট্রেন লাইনের উপর হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এই ট্রেন রুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্বপ্রান্ত স্টেশন, মহেড়া, মির্জাপুর, কালিয়াকৈর, সফিপুর এবং গাজীপর স্টেশনে উত্তর বঙ্গগামী কয়েকটি ট্রেন আটকা পরেছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাষ্টার মো. রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহেড়া স্টেশনের উত্তর পাশে ট্রেন লাইনের উপর ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের ইঞ্জিন সচল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল করতে পারছে না। ট্রেনের ইঞ্জিন সচল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।