২২ চৈত্র (৫ এপ্রিল):
টিপ পরা নিয়ে আপত্তীকর মন্তব্য একেবারেই ব্যাক্তীগত অপরাধ বলে আমি মনে করি। এ দেশে বহু মুসলিম পূরুষ আছে যারা টিপ পরা পছন্দ করে, হিন্দুদেরকে ভালবাসে, এবং নারীদের কে তো সম্মান করে-ই ভাল ও বাসে। নারীজাতীকে ভাল না বাসলে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোতনা, যারা এই ধরনের ব্যাক্তীগত অপরাধকে কে সামগ্রিকভাবে বা জাতিগতভাবে দোষারোপ করে তাদের বিবেক অন্ধ …. প্রিথিবীর কোন জাতী বা গোষ্ঠীই কাউকে অপরাধ করতে উদ্বুদ্ধ করেনা।