রংপুর (কাউনিয়া) ৬ চৈত্র (২০ মার্চ):
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, টিসিবি’র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। দেশে কোনো পণ্যের অভাব নেই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। ইতোমধ্যে এ পণ্য আমদানিতে ১৫ ভাগ শুল্ক কমানো হয়েছে, এছাড়া উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল ভোক্তারা পেতে শুরু করেছে। গত কয়েকদিনে ভোজ্যতেলের দাম বাড়েনি বরং কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে। মন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাবেন। দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন বেড়েছে, মৎস্য চাষে ব্যাপক উন্নতি হয়েছে।
মন্ত্রী আজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে দেশের নিম্ন আয়ের এককোটি পরিবারের নিকট টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বিশেষ কার্ডগুলো সংরক্ষণ করবেন। মধ্য রমজানে আবার পণ্য দেয়া হবে। ডিলারদের সততার সাথে পণ্য বিক্রয় করতে হবে। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব এগুলো তদারকি করা।
এর পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা কমপ্লেক্স রোটারি ক্লাব অভ্ উত্তরা এবং অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় দিনব্যাপী ” স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন”।