না পারলে তা বাস্তবায়ন করা যাবে না।
দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের জনগোষ্ঠী হিসেবে সরকার
গড়ে তুলতে চায়, একথা উল্লখে করে, মোস্তাফা জব্বার বলেন, চ্যালঞ্জে মোকাবিলায়
প্রতিটি মানুষের ডিজিটাল দক্ষতার প্রয়োজন হবে। বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর
দাঁড়িয়েও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, টিএন্ডটি বোর্ড গঠন,আইটিইউ এবং
ইউপিইউ এর সদস্যপদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক টেলিকম দুনিয়ায় বাংলাদেশের
সংযোগ স্থাপন করে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ
মহিরুহে রূপান্তর লাভ করেছে। তিনি বলেনে, অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করওে এরই
ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।
রোটারিয়ান তারেক বোখারির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।