বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৬ স্কোর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বায়ুদূষণের শীর্ষে থাকা ৫ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এগুলো হলো— পাকিস্তানের লাহোর (২৪০), মিসরের কায়রো (২২৮), মঙ্গোলিয়ার উলানবাটর (২১৭), ইরাকের বাগদাদ (২০৯) ও ভারতের দিল্লি (২০৭)।
মঙ্গলবার সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৯ গুণ বেশি রয়েছে। বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আজ মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৭) ও সাভারের হেমায়েতপুরে (২২৫) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস (১৮৭), গুলশান লেক পার্ক (১৮১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৯), গুলশান ২ এর রব ভবন (১৭৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭), মহাখালীর আইসিডিডিআরবি (১৭২), পশ্চিম নাখালপাড়া (১৫৭) ও পীরেরাবাগ রেললাইন (১৫২) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।