এস এম মিলন , ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

নড়াইল মানবিক উন্নয়ন পরিষদের ত্রিবার্ষীক সন্মেলন আনন্দঘন পরিবেশে মিরপুরে অনুষ্টিত হয়েছে।

শুক্রবার বেলা বারোটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিরপুর ছয় নম্বরে মাহমুদা গার্ডেন এর হলরুমে নড়াইল মানবিক উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো খায়রুজ্জামান প্রিন্স এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন
সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা মিয়া। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লিগের সহ সভাপতি তারিকুল ইসলাম রেজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য বলদেব কুমার দাস, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো সজিবুল ইসলাম, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান ও ২বাংলারনিউজ সম্পাদক ও প্রকাশক সৈয়দ খায়রুল আলম,উপ-পরিচালক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংক, মোহাম্মদ ঈসা আজীজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো সাইদুর রহমান, বিশিষ্ট অভিনেতা তানভীর আহমেদ তনু, সাংবাদিক এস এম আলমগীর হোসেন, সংগঠনের সম্পাদক সৈয়দ আবিদুর রহমান,প্রতিষ্ঠা কালিন সভাপতি মো ইউনুস, সংগঠনের সাবেক সম্পাদক মো রাসেল, যুগ্ম সম্পাদক মো সাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো আশরাফুজ্জামান সানি, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মো নূর আলম,ক্রিড়া সম্পাদক মোল্লা নুর ইসলাম শেখ, অর্থ সম্পাদক মো আকবর মোল্লা, মো:আজাদ শরিফ,বেলাল হোসেন মিন্টু,সৈয়দ মুকুল,আবিদা সুলতানা,নাসরিন মাহবুব,মিতা রহমান, আরেফিন রয়েল, মোল্লা মেহেদী হাসান, নূর মোহাম্মদ এবং আল মামুন সহ সন্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ সহ নড়াইলের সুধীজন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঢাকাস্থ নড়াইল মানবিক উন্নয়ন পরিষদের ত্রিবার্ষীক সন্মেলন নতুন কমিটি গঠন করে সংগঠনের মাধ্যমে নড়াইল জেলার উন্নয়নে গতিশীল ভুমিকা পালন করতে সচেষ্ট হওয়া।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ ঈশা মিয়া উপস্থিত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাই কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থা, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর পক্ষথেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম সংগঠন নড়াইল মানবিক উন্নয়ন পরিষদ এবং প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্ঠা এবং লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ঈসা মিয়ার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবিদুর রহমান রাজু। উপস্থিত সবাই কে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘটে।