নিজস্ব প্রতিবেদক: ঢাকা কমার্স কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।
সূত্র বলছে, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেয়। নতুন এডহক কমিটি গঠনের জন্য কলেজ প্রতিষ্ঠার প্রধান, সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের নাম পাঠানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে বলা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, কলেজ অধ্যক্ষ নিয়ম অনুযায়ী একটি তালিকা পাঠালেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তালিকা অনুসরণ না করে নিজেদের ইচ্ছেমতো ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে।
এ নিয়ে অনিয়মের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হলে আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) গঠিত কমিটিকে স্থগিতাদেশ দেয়া সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আদালতের আদেশ উপেক্ষা করে পুনরায় একই ধরনের প্রক্রিয়ায় কমিটি অনুমোদন করেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন ‘এটি পুরোপুরি নিয়মবহির্ভূত। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকার পরও জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে এমন সিদ্ধান্ত নেয়? এটি স্পষ্টতই প্রশাসনের দুর্বলতা এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়।’
এ বিষয় জানতে চাইলে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, ‘সমস্যাটি ইতোমধ্য আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই এনিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এদিকে এসব বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহর মুঠোফোনে কল করলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।