ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা হলের নামফলক হাতুড়ি দিয়ে তুলে ফেলে নতুন নামকরণ করেন—‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলন আসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে। বুধবার রাত আটটার মধ্যেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।
রাত ১১টার দিকে সেখানে একটি ক্রেন এবং পরে একটি এক্সকাভেটর এনে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়ির বড় অংশ ভেঙে ফেলা হয়, যা আজ বৃহস্পতিবার সকালেও চলছিল।