ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট):
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের
বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত জেলাসমূহের তথ্য
অধিদফতরের অধীন আঞ্চলিক তথ্য অফিসসমূহ এবং গণযোগাযোগ অধিদপ্তরের
অধীন বিভাগীয়/জেলা তথ্য অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর সাধারণ
ছুটি বাতিলপূর্বক তাঁদেরকে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব
পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতির
সার্বিক চিত্র তথ্য অধিদফতর (নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: টেলিফোন:-
০২৯৫১২২৪৬, মোবা:- ০১৯১৩০১৩৩৩২) এবং গণযোগাযোগ অধিদপ্তরকে
(নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: টেলিফোন:-৮৩০০৬৪৫, মোবা:- ০১৫২০১০২১২২)
অবহিতকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এক অফিস আদেশে এসব নির্দেশনা জারি
করে।