ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে করেছেন মধ্যম আয়ের দেশ। এ সময় ২০৪১ সালে
বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আজ রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে ‘বিজয়ের ৫০ বছর লাল সবুজের
মহোৎসব’ এর অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক উৎসবে (রাজশাহী ও বরিশাল বিভাগ) প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি–দেশ স্বাধীন করেছি। সেই
স্বাধীন দেশে এক সময় স্বাধীনতাবিরোধীদের গাড়িতে লাল সবুজের পতাকা তুলে দেয়া হয়েছিল।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি। অপমানে আত্মহত্যার ইচ্ছা হয়েছিল
বলে উল্লেখ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে নিয়ে স্বাধীনতার ৫০ বছর এবং
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। আজকের তরুণরাই এই বাংলাদেশের
শতবর্ষ আরো জাঁকজমকভাবে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
মন্ত্রী আরো বলেন, কৃষকবান্ধব সরকারেরর যুগোপযোগী সিদ্ধান্তে গ্রামীণ
অর্থনীতি চাঙ্গা হয়েছে। করোনা মহামারিকালেও দেশে খাদ্যের অভাব হয়নি, একজন মানুষও
না খেয়ে মারা যায়নি। খাবারের অভাবে যেখানে একসময় মানুষ মারা যেত-সেই বাংলাদেশ এখন
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।