ন্যাটোর সামরিক জোটের সেনা প্রত্যাহারের পর আফগান সরকারের ওপর হামলা বাড়িয়েছে তালেবান। এতে প্রায় ‘কোণঠাসা’ হয়েছে পড়েছে সরকারি বাহিনী। এ পরিস্থিতিতে কাতারের দোহায় শনিবার তালেবান ও আফগানিস্তান সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। এএফপি জানিয়েছে, আফগানিস্তানে চলমান লড়াই থামাতে কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে দোহায় বৈঠকে বসেছেন এই দুই পক্ষের প্রতিনিধিরা। কিন্তু সংঘর্ষ বেড়ে যাওয়ায় এসব বৈঠকে কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।খবরে বলা হয়েছে, বৈঠকে যোগ দিতে শুক্রবার বিকালে দোহায় গেছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। আফগানিস্তান সরকারের ওই প্রতিনিধিদলে নাজিয়া আনওয়ারি মুখপাত্র হিসেবে রয়েছেন। নাজিয়া আনওয়ারি বলেন, আমরা আশা করছি, খুব অল্প সময়ের ব্যবধানে এর মধ্য দিয়ে আলোচনায় অগ্রগতি আসবে, দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছাবে। আমরা দেখতে পাব, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।