৬ ফেব্রুয়ারি, ২০২৩:
দক্ষিণ তুরস্কে আঘাত হানা ভূকম্প ৩০০ কিলোমিটার দূরের লেবাননেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন।
সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পকে তুরস্কে আঘাত হানা ‘শত বছরের শক্তিশালী ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সিএনএনের আবহাওয়াবিদ ব্রান্ডন মিলার বলেন, কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।
এই আবহাওয়াবিদ বলেন, লেবাননে অনুভূত হওয়া কম্পন ৪ থেকে ৪ দশমিক ৫ মাত্রার। তিনি বলেন, উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে এই কম্পনের মাত্রা ৬ থেকে ৬ দশমিক ৫ মাত্রার।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, তাদের দেশে নিহতের সংখ্যা ১১১ জন, আহত পাঁচ শতাধিক।