সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি :

তুরাগ নদ আজ পলিথিন আর ময়লার বাগাড়ে পরিনত হয়েছে।

এক সময়ের স্বচ্ছ জলের প্রবহমান নদ আজ কুচকুচে কালো দুর্গন্ধময় দূষিত জলের অভিশপ্ত নদ। এক দিকে কলকারখানার রাসায়নিক মিশ্রিত পানি নদে সরাসরি ফেলা হচ্ছে, সেই সাথে নিষিদ্ধ পলিথিন সহ ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে।  যার কারনে তুরাগ নদে চলাচল অস্বাস্থ্যকর হয়ে পড়েছে।

ইদানিং দেখা যাচ্ছে কলকারখানার ব্যবহারকৃত রাসয়নিক মিশ্রত পলিথিন তুরাগ নদের তীরে এনে তা ধৌতকরণ করছে। এতে করে টুকরো টুকরো অনেক পলিথিন জলে ভেসে নৌযান চলাচলে বিঘন্ন ঘটাচ্ছে।শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ভাওয়াল মির্জাপুর ব্রীজের নিচে সরজমিনে দেখা যায় পলিথিন ধৌত করছে এবং বিপুল পরিমাণ পলিথিন স্তুপ করে রাখা হয়েছে।পরিবেশ অধিদপ্তর এবং বিআইডব্লিউটিএ যদি আশু ব্যবস্থা গ্রহন না করে তবে তুরাগ নদ অদূর ভবিষ্যতে নৌ চলাচল অচল হয়ে পড়বে।