সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮:৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈরে জামালপুর চাররাস্তা সংলগ্ন একটি তুলার গোডাউন আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের ভাষ্য মতে জানা যায় পুড়ে যাওয়া গোডাউন এ তুলার রাখার পাশাপাশি জৈব সার তৈরি করা হতো। বিভিন্ন আবর্জনা গোবর মিশিয়ে জৈব সার উৎপাদন করা হতো। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা তুলা ও জৈব সার তৈরির সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস মনে করে শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। স্থানীয়রা বলেন কর্মীদের সিগারেটের আগুন বা জৈব সার তৈরির সরঞ্জাম থেকে গ্যাস উৎপাদিত হয়ে এ ঘটনার সুত্রপাত হতে পারে।