মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। চলতি সপ্তাহের শুরুতে এই হুমকি দেওয়ার পর নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকার নতুন ভূমি আইনের কারণে এই আদেশ জারি করছেন। এ আইন জনগণের অধিকার লঙ্ঘন করছে বলে ট্রাম্প জানিয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতের মামলার কারণেও তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
প্রমাণ ছাড়াই তহবিল বন্ধ করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘দক্ষিণ আফ্রিকা জমি বাজেয়াপ্ত করছে’ এবং কিছু শ্রেণির লোকের সঙ্গে ‘খুব খারাপ আচরণ করা হচ্ছে’। এ মন্তব্যের পরে দুই দেশের মধ্যে বিরোধ আরো তীব্র হয়ে ওঠে।

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক।

তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তিনি এক্সে বর্ণবাদী আইন থাকার কারণে দক্ষিণ আফ্রিকার রামাফোসা সরকারকে অভিযুক্ত করেছেন।
রবিবার ট্রাম্পের হুমকির পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এখনো কোনো মন্তব্য করেননি। তবে তিনি ভূমি নীতির পক্ষে।

এদিকে কিউবান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার আমেরিকাবিদ্বেষী অ্যাজেন্ডার কারণে দেশটিতে জি-২০ আলোচনায় তিনি যোগ দেবেন না।