সোহরাব হোসেন , গাজীপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৯.১২.২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস প্রীতি ভলিবল ম্যাচ ২০২৪। সাবেক ভলিবল খেলোয়াড়দের আযোজনে রেড়িয়ান্ট ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় লাল ও সবুজ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী , সাবেক ভলিবল খেলোয়াড় জনাব ড: আ ন ম এহসানুল হক মিলন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব এম এ লতিফ শাহরিয়ার জাহেদী , নির্বাহী পরিচালক , রেড়িয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভলিবল তথা ক্রীড়াঙ্গন কে দলীয় কু থেকে দুরে রেখে সব সময় গতিশীল রাখতে চাই। হারিয়ে যেতে বসা ভলিবল কে মাঠে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বিগত সরকার ক্রীড়াকে দলের লোকজনের আড্ডা বা লোটের জায়গায় পরিণত করেছিল। তার দল বিএনপি আগামীতে সরকারে আসলে যোগ্যদের সঠিক মূল্যায়ন করা হবে।
জনাব লতিফ শাহরিয়ার বলেন ভলিবলের উন্নয়নের জন্য তার কোম্পানি সব সময় পৃষ্ঠপোষকতা করে যাবে।
লাল দল ২-১ সেটে জয় লাভ করে।