ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
‘বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে
প্রকাশিত হলো ‘দি কান্ট্রি দ্যাট লিভড – ফিফটি ইয়ার্স অভ্ ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট
ফর বাংলাদেশ’ নামক গ্রন্থ। ‘অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি’ এর
সহযোগিতায় ‘কফি টেবিল বুক’-টি তৈরি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বইয়ের একটি কপি অ্যাপেক্স ডিএমআইটি’র
চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে হস্তান্তর করেন। এ সময় এলআইসিটি
প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের আর্থিক সহায়তায় ১৯৭১ সালের ১
আগস্ট দি বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে পণ্ডিত রবি শংকর এই
কনসার্ট আয়োজন করেছিলেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই
কনসার্টে রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেলসহ
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখার মতো
বিশ্বখ্যাত সংগীত তারকাদের পরিবেশনা ছিল। এখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তাঁর
অমর গান ‘বাংলাদেশ’। এ কনসার্টের মাধ্যমে সেতারে পন্ডিত রবি শংকর বাংলাদেশের
মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন।
যাঁরা ‘কনসার্ট ফর বাংলাদেশ’আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা
সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন, এই বইয়ে তাদের অবদানের কথা উল্লেখ
রয়েছে।