কুষ্টিয়া, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণরাই দেশের
সফটওয়্যার শিল্প এগিয়ে নিয়ে যাবে। দেশে সফটওয়্যার শিল্পসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত
আগামীতে অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হতে যাচ্ছে। তাই এখাতে যারা কাজ
করছে তাদের সবদিক দিয়ে চৌকষ হতে হবে। সরকারও নানাভাবে এখাতকে প্রণোদনা দিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর
মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) –
এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (২০২২-২৩) অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ
রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
প্রতিমন্ত্রী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তারুণ্য আর অভিজ্ঞতা
মিলিয়ে দারুণ ডায়নামিক এক টিম আজ সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বেসিস-এর দায়িত্ব
নিয়েছে। আইসিটি সেক্টর বড় হচ্ছে। সম্ভাবনা বাড়ছে। স্বপ্নটাও অনেক বড় করে দেখতে হবে।
সফটওয়্যার তৈরির পাশাপাশি বেসিস তরুণদের স্টার্ট আপ, মেশিন লার্নিং, ব্লক চেইন,
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মতো বিষয়গুলায় দক্ষতা অর্জনে সহযোগিতা করে প্রযুক্তি
নির্ভর অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে কার্যকরি অবদান রাখতে পারবে।
বেসিস এর নব-নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে জ্যেষ্ঠ সহ-সভাপতি
সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম
আহমেদ, পরিচালকবৃন্দ- হাবিবুল্লাহ্ নেয়ামুল করিম, একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর
রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল, রাশাদ কবির
এবং বিদায়ি কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।