এস এম মিলন স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ার সীমান্তবর্তী নড়াগাতী থানাধীন চরমাউলি গ্রামে একজন কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ওলিয়ার মোল্যা (৬৬) মাউলি ইউনিয়নের চরমাউলি গ্রামের মৃত রজ্জাক মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে জমিতে পানি দেওয়ার উদ্দেশ্যে ওলিয়ার বাড়ি থেকে বের হয়ে মাঠে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতুব্বর মফিজ, রোকন মোল্যা ও ফিরোজের নেতৃত্বে রবিউল, রিয়াদ, উকিল, জিকু, তরুন, টিটো, লিটন, সাগরসহ ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত রামদা, হাতুড়ি ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
গুরুতর আহত অবস্থায় ওলিয়ারকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সার্বিক পরিবেশ-পরিস্হিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।