ঢাকা, আষাঢ় ২৫ (৯ জুলাই)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড
বেভারেজের ফুডস (সেজান জুস নামে পরিচিত) ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের
উদ্ধার কাজ পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।
মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে নিহতদের
বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানান। নিহতের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী সংশ্লিষ্ট
সবাইকে অনুরোধ জানান। এছাড়া তিনি আহতদের সুচিকিৎসার নিশ্চিতের জন্য নির্দেশনা
প্রদান করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি,
আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর কারখানাটিতে আগুন লাগে।
আগুনে ৫০ জনের অধিক লোক মারা গেছে। আহত হয়েছে ৫০ জনের অধিক।