দীর্ঘপথ পাড়ি দিয়েছি, দীর্ঘ দিবস রজনী
আমি সুখী নই, সুখও নেই, আছে তবু অবনী
হতাশা আছে, দুঃখ আছে, আছে অশ্রুজল
তার মাঝেই জীবন আমার নিত্য অবিরল!
এই যে দুই হাত শূন্য ফেরে, ব্যথার ঘড়া ভরে
তবু বাঁচি ; জীবন যাচি যেমন যাবে দূরে
প্রেমও আছে শূন্য তেলে পৈতা যেমন জ্বলে
তেমন ভালোবাসি তারে যেটুকু তার মেলে।
এই ত আকাশ মাথার উপর নিছক মরীচিকা
এমনই সকল সুখের স্বপন সবই মনের ধোকা
তাই বলে কী থেমে যাবে ইচ্ছে ঘুড়ির ওড়া?
সুখ ও দুখের মাঝেই জীবন করছে ঘোরাফেরা।
দুঃখ যেমন আমায় চেনে তেমনি চেনে সুখ
আমার কাছে কান্না যেমন, তেমন হাসিমুখ
হতাশ যেমন আপন, তেমন আশার আলো
সুখে দুখে আমার আমি আছি ভীষণ ভালো।