অভিমান চলে গেলে রাগ থাকে
রাগ চলে গেলে ঘৃণাও হয়তো থাকে
যখন ঘৃণাও চলে যায় তখন আর কিছুই থাকে না,
থাকে না অনুভব, অনুভূতি, উপলব্ধি অথবা প্রেম!
হে মানুষ
অতোটা পথ যাও যতটা পথ গেলে ফিরে যেতে ঘাড় ফেরাবে, অথবা আকুল দৃষ্টিতে তাকিয়ে রবে ফেলে যাওয়া পথের দিকে, অতটা দূরে যেওনা যেখান থেকে ফিরে তাকাতেও অনিহা আর ক্লান্তিতে ঘিরে ধরবে।
হে মানুষ! অতোটা বিশ্বস্ত হইও না, যে বিশ্বস্ততা তোমাকে কুকুর করে দেয়! অতোটাও তুচ্ছতাচ্ছিল্য কোরো না যতটা তাচ্ছিল্যে তোমার ভিতরের হায়েনাটা
বেরিয়ে আসে কাল কেউটের মতো।
হে মানুষ! যখন ফিরে যাবে তোমার বসন্ত, ঘিরে ধরবে অসহায়ত্ব তখন একটা মানুষ যেন থাকে যে তোমাকে ব্যবহার না করেও, তোমার জন্য হাপিত্যেশ করবে অথবা তোমার জন্য ঘরের দরজা খোলা রেখে অপেক্ষা করবে।
তারিখঃ ২৮/৩/২০২৩