যেখানে তীব্র দুঃখ প্রকাশ
সেখানে তীব্র সুখ,
সেখানে ভগ্নী কন্যা জায়া
মমতাময়ীর মুখ।প
যেখানে ভগ্নী উচ্ছ্বসিত
সেখানে ভ্রাতার দল
দু’পা বাড়িয়ে আগুয়ান ভ্রাতা
ভগ্নী সেখানে বল।
যেখানে পুরুষ থমকে দাঁড়ায়
সেখানে নারী শ্বাস
দুর্গম পাহাড় পাথুরে নদী
একসাথে করে নাশ!
কন্যা ভগ্নী জায়া ও মাতা
পুরুষের হাতিয়ার,
নারীর জন্য পুরুষ চিরকাল
অনিঃশেষ দুর্বার!
মমতাময়ী মায়ের সোহাগ
চিরকাল অম্লান,
নারী পুরুষ ভেদাভেদ হেথা
একমত এক প্রাণ!
পিতার স্নেহের ছায়ার তলে
চিরকাল আশ্রয়,
নারী ও পুরুষ এইখানে নত
এইখানে নির্ভয়।
জগতের সব পুরুষ নারী
এক সমতলে বহে
যেখানে বিভেদ সেখানে একতা
চিরদিন কথা কহে।
তথাপিঃ
ব্যবধান শুধু আকারে স্বকারে
সংসারে করে ভাগ
জেণ্ডার শুধু টেণ্ডারে আজ
চাকরিতে অনুরাগ!
নারীর চাকরি সংসারে লাগে
নারীর দশটি হাত,
পুরুষ তবুও নারীকে দেখায়
অজস্র অজুহাত।
অতপরঃ
তবুও নারী মিশুক মায়াবী
কোমল হৃদয় তার
পুরুষের যত অসম বিধান
নারী করে ছারখার!
তারিখঃ ৮/৩/২০২২