নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ৭১ জনকে এজাহারনামীয় আসামি করে আরও ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু জানান, পুলিশের ওপর হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করা হয়েছে।

মামলায় ৭১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮০০ থেকে ৯০০ জনকে। ইতোমধ্যে ১০ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন রিমান্ড মঞ্জুর না করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আগামী ৪ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।