ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,
নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শিশু ও তরুণদের ভেবেচিন্তে ফেসবুকে পোস্ট দিতে
হবে।
প্রতিমন্ত্রী আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে
শিশুদের জন্য আয়োজিত অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ইন্টারনেট
আমাদের মৌলিক চাহিদায় রূপান্তরিত হয়েছে। তিনি শিশু-কিশোরদের ইন্টারনেটে নিরাপদ
রাখতে অভিভাবক এবং শিক্ষকদের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
ইন্টারনেট ব্যবহারে এখন সব কিছু ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে
উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে মুক্তপাঠের মাধ্যমে
পড়াশোনা করতে পারছে। এছাড়া স্বাস্থ্যখাতও খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিয়ে
করোনাকালীন সেবা প্রদান করছে। ঈদুল আজহা উপলক্ষে অনলাইন গরুর হাটের ব্যবস্থা
করা হয়েছে যেখানে লাখ লাখ পশু বিক্রয় হচ্ছে। ইন্টারনেটকে সকলের নিকট পৌঁছে দেওয়ার
জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা
সজীব আহমেদ ওয়াজেদের পরামর্শে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন
করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস
গভর্নেন্স এবং চাইল্ড প্রটেকশন সেক্টরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস।
অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে ১৪৫ জন শিশু এবং তরুণ জুম অনলাইনে যোগদান
করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।