এস এম মিলন, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ইতনা স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ইতনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্বারা।
এসময় উপস্থিত ছিলেন ইতনা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল কুমার গাংগুলি, ইতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেন, বীর মক্তিযোদ্ধা মিনা রাজীব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক খান আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষক আতাউর রহমান ফিরোজ, নায়ার সুলতানা শিউলি, প্রকাশ কুমার বিশ্বাস, যুবলীগ নেতা এ্যাডভোকেট আশরাফুর রহমান প্রমুখ।
সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলীর নিজেস্ব অর্থায়নে প্রায় ছয় লক্ষ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মান করা হচ্ছে বলে প্রতিষ্ঠান প্রধান জানান।