জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকা চাউল কার্ডের তালিকা থেকে বাদ পড়া অসহায় ও হতদরিদ্রদের নাম বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় ৫ নং লক্ষীপাশা ইউনিয়ন বাসীর আয়োজনে উপজেলা পরিষদের মুল গেটের সামনে কালনা – যশোর মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ৫ নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিরু কাজী, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওমর মোল্ল্য, সাবেক ইউপি সদস্য মোঃ হাদিউজ্জামান, আকতার হোসেন প্রমুখ। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় লক্ষীপাশা ইউনিয়নের মোট ৮০৪ জনের তালিকার মধ্য ৩৬৬ জন কার্ডধারী ভুক্তভোগী হতদরিদ্রদের নাম বাদ দিয়ে চেয়ারম্যান ও মেম্বরদের পছন্দের লোকজনদের অন্তর্ভুক্ত করেছে। এ কারনে বাদ পড়া অসহায় ও হতদরিদ্র কার্ডধারিরা এ মানব বন্ধন করে। এতে ৩ শতাধিক ভুক্তভোগী হতদরিদ্র নারী পুরুষ ও ইউনিয়নবাসি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বাদপড়াদের তালিকা প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে, এতে হতাস হওয়ার কোন কারন নাই।