এস এম মিলন স্টাফ রিপোর্টার, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :
নড়াইলের লোহাগড়া উপজেলার আল জামেয়াতুল ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা বিশিষ্ট শিক্ষা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার দুপুরে মাদ্রাসা চত্বরে চারতলা ভিত বিশিষ্ঠ ৩৩০০ বর্গফুটের একতলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূইয়া।
এ সময় প্রকৌশলী জিএম মেহেদী হাসান, প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. বদরুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান শৈকত এন্টার প্রাইজের মো. জিরু শেখসহ শিক্ষক-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের শিক্ষা উন্নয়ন খাতে ৮৫ লাখ টাকা ব্যয়ে এ ইমারত নির্মান কাযর্ক্রম চলমান। এ প্রকল্প আগামী ২০২৩ সালের জুলাই মাসে শেষ হবে। মাদ্রাসাটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর শিক্ষার আলোয় আলোকিত করছে লোহাগড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল। এ মাদ্রাসায় বর্তমান আটশত শিক্ষার্থী রয়েছে।