সরদার রইচ উদ্দিন, নড়াইল, ৬ চৈত্র (২০ মার্চ) :

পবিত্র রমজান উপলক্ষে নড়াইলে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য
সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ)
সকালে সদরের মাইজপাড়া ইউনিয়নের পরিষদ কার্যালয় চত্বরে জেলা প্রশাসন,
নড়াইলে আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক
মোহাম্মদ হাবিবুর রহমান।

২১ জন ডিলারের মাধ্যমে জেলার তিনটি উপজেলা
ও তিনটি পৌরসভার মোট ৪৫ হাজার ৫৯১ জনের মধ্যে সদর উপজেলা ও
পৌরসভা- ১৮ হাজার ৬০০, কালিয়া উপজেলা ও পৌরসভা ১৪ হাজার ২০০ এবং
লোহাগড়া উপজেলা ও পৌরসভায় ১২ হাজার ৭৯০ জন কার্ডধারীকে প্রথম
অবস্থায় ১১০ টাকা করে ২ লিটার তেল, ৫৫ টাকা করে ২ কেজি চিনি এবং ৬৫
টাকা করে ২ কেজি মসুরের ডাল দেয়া হবে, মোট প্যাকেজের দাম পড়বে ৪৬০
টাকা। পরবর্তীতে ৫০ টাকা করে ২ কেজি ছোলা দেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার
কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,
মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান
হিলু, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিতনিধি, উপকারভোগীরাসহ
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।