রইচ উদ্দিন টিপু, নড়াইল, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি) :

নড়াইলে মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জানুয়াারি) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা (পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্যার ছেলে। মামলা বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার মজুমদার নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিণ পাড়ার পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।এসময় যশোর-এন-১১-০৫৯৪ নং টেকার গাড়িতে তল্লাশি চালিয়ে রেজাউল ইসলাম রেজা নামের ওই যাত্রীর কাছে ৫২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।