এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ ১৯ আশ্বিন (৪ অক্টোবর ) :
নড়াইলে মাদক মামলায় যশোর কোতয়ালী থানার অন্তর্গত আড়পাড়ার মোঃ মিঠু (৩২) নামে এক মাদক ব্যাবসায়িকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। ০৩ অক্টোবর (রবিবার) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে নড়াইল সদরের চাঁচড়া নামক স্থানে থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাসীর সময় যশোর কোতয়ালী থানার অন্তর্গত আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের পুত্র মোঃ মিঠুর নিকট থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে মোঃ মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(০১) ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।