এস এম মিলন স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমিহীন ও গৃহহীন ১৬৪৫২০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
২৬ এপ্রিল মঙ্গলবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলানায়তন থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে লাইভে এই ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
লোহাগড়া উপজেলা প্রশাসন এর আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো আজগর আলী,পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো আব্দুল হামিদ, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মন্জরুল করিম মুন, উপজেলা আ’লীগ সহসভাপতি ফয়েজুল হক রৌম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মানবিক সংগঠনের সভাপতি ও ২বাংলারনিউজ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক এস এম মিলন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা জিনন্ রাইন, পিআইও মো রইস উদ্দিন, লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন খন্দকার, কাশিপুর ইউপির মতিয়ার রহমান, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান সিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মোক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং উপকার ভোগি পরিবার এ সময় উপস্থিত ছিলেন।
ঘরপেয়ে এলাকার মানুষ খুব খুশি হয়ে বলেন এখন থেকে তারা নিজ বাড়িতে বসবাস করতে পারব বলে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতঙ্গতা প্রকাশ