এস এম মিলন, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :

নড়াইল জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব। তিনি জেলা পরিষদের ১১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য। রোববার (১০ এপ্রিল) রাষ্টপতির আদেশক্রমে মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিত হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ১৩ অনুযায়ী উক্ত জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের প্যানেলভূক্ত জোষ্ঠ শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব (সাধারণ সদস্য ওয়ার্ড ১১) কে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ মোঃ সুলতান মাহমুদ (সাধারন সদস্য ওয়ার্ড ১১)কে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারন করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।

স্থানীয় সরকার বিভাগ। জেলা পরিষদ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দকী ৩০ মার্চ প্রজ্ঞাপন স্বাক্ষর করেন।