সবুজ বাংলাদেশ প্রতিবেদন:

খুলনায় বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে খুলনা শহরে আসছেন মানুষ। সমাবেশস্থল অভিমুখে জনস্রোত বইছে।

শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে শহরে ঢুকছেন দলটির নেতাকর্মীরা। মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা।

সকাল থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীরা। এর পর সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন তারা।
সমাবেশ ঘিরে পথেঘাটে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

বাস না পেয়ে ট্রলারে করে অনেকে খুলনায় এসেছেন। আবার অনেকে ট্রাকে করে সমাবেশস্থলে আসছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ— পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দিয়েছে। গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিরোধ গড়েছেন।

খুলনার কয়রা উপজেলার একটি দলের সঙ্গে দেখা হয় নগরের গল্লামারী এলাকায়। রাত ৩টার দিকে ইজিবাইক নিয়ে নেতাকর্মীরা খুলনার উদ্দেশে রওনা দিয়েছিল। ওই দলের মিজানুর রহমান বলেন, তিনটি ইজিবাইক নিয়ে ১৫ জনের মতো খুলনার উদ্দেশে রওনা দিই। গভীর রাতে বের হওয়ায় পথে কোনো বাধা পাইনি। তবে সকালে খুলনায় পৌঁছে বাধা পেয়েছি।

এদিকে বাধা অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যা থেকেই বহু নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়ে আসেন। তারা সেখানে মাদুর ও পত্রিকা বিছিয়ে খোলা আকাশের নিচে রাতাযাপন করেন।

বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাকর্মীরা শুক্রবারই খুলনা গিয়ে অবস্থান নেন।