ময়মনসিংহ, ২৬ আষাঢ় (১০ জুলাই) :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, করোনাকালীন লকডাউনে
কর্মহীন হয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহের কালিবাড়ি প্রি-ক্যাডেট স্কুল মাঠে লকডাউনে
কর্মহীন হয়ে পড়া অটো শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির
বক্তব্যে একথা বলেন।
শরীফ আহমেদ বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা
করা ছাড়া উপায় ছিল না। বিশেষজ্ঞদের অভিমত এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার
পরিস্থিতি সামাল দেওয়ার স্বার্থে লকডাউন ঘোষণা করেছে। এতে নিম্ন আয়ের মানুষসহ
সকলেই বিভিন্ন রকম অসুবিধায় পড়েছেন। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্কুল-কলেজ
বন্ধ রাখার ফলে শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। কিন্তু একথা ভুলে গেলে চলবে না
যে সবার আগে জীবন বাঁচানো প্রয়োজন। জীবন বাঁচলে তারপর আসে জীবিকার প্রশ্ন। জীবন
না বাচলে জীবিকার কথা ভেবে লাভ নেই। লকডাউনে সাময়িকভাবে যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ
করে নিম্নআয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার উপহার ত্রাণ কার্যক্রমের আওতায় আনা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া
পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে করোনাকালীন লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া ১ হাজার
জন অটোশ্রমিক ও দুস্থ মানুষের মাঝে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ
করা হয়।