নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং উত্তরা পশ্চিম থানার সাবেক যুবদল নেতা মিলনের সার্বিক প্রচেষ্টায় এক হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ)  রাত ১০ টায় আব্দুল্লাহপুর এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে সাবেক যুবদল নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাছুদুর রহমান, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আলাউদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন লিটু, বৃহত্তর উত্তরা থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার হোসেন বাবু, পশ্চিম থানা বিএনপি নেতা মো. সাগর মিয়া, বৃহত্তর উত্তরা থানার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব এছাড়াও যুবদল নেতা- সাইফুল, বাদশা, বিল্লাল, শাকিল, কালাম, বিপ্লব, সুমন, আতাউর রহমান, বাবু (ছোট), মাহমুদুল, রানা, মুস্তাকিম, বাদশা, এনাম সহ আরো ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল সহ আরো সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন