এবার পারমাণবিক অস্ত্র বহণে সক্ষম দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এ পরীক্ষা চালানোর কথা রয়েছে। খবর আনাদোলুর।
এর আগে গত আগস্টে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় চার হাজার মাইল যেতে সক্ষম হয় এটি।
তবে, আগের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।