খুলনা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
প্রখ্যাত শ্রমিক নেতা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান
এর স্বামী শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কোরআন তিলওয়াতসহ
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আজ খুলনা মহানগরীর দৌলতপুরের সাহেব পাড়ায় অধ্যাপক আবু সুফিয়ান এর কবর
প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খুলনা সিটি
কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে একটি শোক র্যালির আয়োজন করা
হয়। র্যালিটি দৌলতপুর মুহসীন মোড় শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভ হতে শুরু হয়ে
সাহেবপাড়া কবর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী এবং
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ
দৌলতপুরে মহসীন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন
করেন এবং শোক র্যালি ও মিলাদ মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত
বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আওয়ামী
লীগের খুলনা জেলা শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সুফিয়ান দৌলতপুরে মুহসীন মোড়ে ১৯৭২
সালের ২৮ ডিসেম্বর আততায়ীর গুলিতে শাহাদত বরণ করেন।