ঢাকা, ২ কার্তিক (১৮ অক্টোবর) :
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে তাঁর জন্মবার্ষিকীতে
জাতির অঙ্গীকার হোক-বাংলার বুকে আর একটি শিশুর জীবনও অকালে ঝরে যাবে না।
প্রতিটি শিশু বেড়ে উঠুক নিশ্চিন্তে নির্ভাবনায়।
আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে
আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা
বলেন।
এ উপলক্ষ্যে মন্ত্রী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির
প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জন্মদিনের কেক কাটেন।
মন্ত্রী বলেন, মহান পিতার রক্ত শেখ রাসেলের ধমনীতে বইছিলো। শৈশব থেকেই যিনি
বঙ্গবন্ধুর মতো একজন নেতার সংস্পর্শে দেশপ্রেম আর আদর্শের দীক্ষা পাচ্ছিলেন। তিনি
বেঁচে থাকলে হয়ত দেশের জন্য যুগান্তকারী কিছু করতেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।