জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে শনিবার (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো হবে। প্রতিটি শহীদ পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা করে, আহত ব্যক্তিরা পাবেন ১ লাখ টাকা।
শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।
তিনি বলেছেন, ‘শনিবার সকাল থেকে চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’
সঙ্গে কী কী আনতে হবে তাও জানান তিনি। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রথম ধাপে শহিদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।
সঙ্গে যা নিয়ে আসতে হবে তা হলো :
১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি
২.ডেথ সার্টিফিকেট
৩. নমিনি (যার নামে আকাউন্ট তার) এনআইডি কার্ড
৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সাথে শহিদ ভাইয়ের বাবা/ মাকে নিয়ে আসতে হবে।
এছাড়া সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।