ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে আলোকিত পথে নিয়ে
যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্তমানবতার সেবায় কাজ করছেন। তার এ সেবার জন্য
তিনি শুধু দেশে নন, পৃথিবীর বিভিন্ন জার্নালে ‘মানবতার জননী’ উপাধি পেয়েছেন। প্রধানমন্ত্রী
বাংলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও
অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশ এখন আর বিদেশ থেকে সাহায্য নেয়ার দেশ নয়।
শ্রীলংকাকে বাংলাদেশ সাহায্য দিয়েছে। সুদানকে অফেরতযোগ্য অর্থ মঞ্জুরি দিয়েছে। এসব
সংবাদ আমাদের আনন্দ দেয়। বিশ্বসভায় প্রধানমন্ত্রী যখন প্রশংসিত হন; তখন বাংলার মানুষ
আনন্দিত হয়।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে সংসদ সদস্য শফিউল
ইসলাম মহিউদ্দিন এর পক্ষ থেকে আর্তমানবতার সেবায় শীতবস্ত্র বিতরণকালে এসব কথা
বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশ এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসায়
স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের ফলে গত ১২ বছরে সমগ্র দেশের চেহারা পাল্টে গেছে। আগে এক
কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিতে হতো; এখন ৬ কিলোমাটারের পদ্মা
সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্থল সীমানা, সমুদ্র
সীমানা দিয়েছেন। তিনি উন্নয়নের ডেল্টা প্লান দিয়েছেন। তিনি মধ্যম আয়ের দেশ দিয়েছেন। ২০৪১
সাল নাগাদ উন্নত দেশের কাতারে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি
থামিয়ে দেয়ার জন্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ
থাকতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন,
বিজিএমইএ‘র প্রেসিডেন্ট ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. হুমায়ুন আহম্মেদ।